হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে কঠোর লকডাউন চলাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন।
এসময় বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন । এ সময় সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুল্লা গ্রামে জানু মিয়া তার পুত্র খোকন মিয়ার বৌভাত অনুষ্ঠানে ৫/৭ জন অতিথির জন্য খাবারের আয়োজন করেন। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ও সেনাবাহিনীর নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সাথে সাথে বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেন।
এবং উক্ত বৌভাত অনুষ্ঠানের খাবার সামগ্রী উপজেলা এক এতিমখানায়
এতিম শিশুদের জন্য সকল প্রকার খাবার নিজ উদ্যোগে পাঠিয়ে দেন এবং বড়ের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এ ব্যাপারে, উপজেলা নির্বাহী শেখ মঈনুল ইসলাম মঈন
সাথে করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।