সময় সংবাদ ডেস্কঃ
পাবনার চাটমোহরে বিয়ে না করানোয় মা-বাবার সঙ্গে অভিমান করে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাওই উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত হোসেন ওই গ্রামের আবদুল আলীমের ছেলে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে শান্ত বিয়ে করার জন্য পরিবারেরকে চাপ দিচ্ছিল। কিন্তু স্বজনরা বিয়েতে রাজি ছিলেন না। শুক্রবার সকালে এ নিয়ে মা-বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় শান্তর। এক পর্যায়ে অভিমান করে ঘরে রাখা ইঁদুর মারার বিষ পান করে সে। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বিয়ে না করানোয় ওই কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।

