করোনার নমুনা দিতে গিয়েই ঢলে পড়লেন মাটিতে, সঙ্গে সঙ্গে মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৮, ২০২১

করোনার নমুনা দিতে গিয়েই ঢলে পড়লেন মাটিতে, সঙ্গে সঙ্গে মৃত্যু


 


সময় সংবাদ ডেস্কঃ


ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় অসুস্থ হয়ে এত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। 

মো. ইকবাল নানের ওই সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।


মৃতের স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন ইকবাল। এ কারণে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে আজ সকালে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, ইকবালের করোনা উপসর্গ ছিল। তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here