সময় সংবাদ ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। সোমবার ভোরে উপজেলার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রেবা বেগম। তিনি নয়ারহাট এলাকার সাব্বির আলীর স্ত্রী। আহত সাব্বির উপজেলার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে আশুলিয়ার নয়ারহাট এলাকায় থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করছিলেন সাব্বির। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
নিহতের ছেলে জানান, সংসারে অভাব-অনটনের কারণে তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার ভোরেও পারিবারিক কলহের জেরে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মায়ের গলায় ধারালো কাঁচি দিয়ে আঘাত করেন বাবা। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে রেবা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় পুলিশ পাহারায় সাব্বির আলী ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

