রামেক হাসপাতালে করোনার রোগীর মৃত্যু থেমে বৃদ্ধি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৮, ২০২১

রামেক হাসপাতালে করোনার রোগীর মৃত্যু থেমে বৃদ্ধি





 ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী প্রতিনিধিঃ


মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন। 


রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান,মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এই ১৮ জনের মৃত্যু হয়।গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ৭জন, কুষ্টিয়ার ০১জন এবং মেহেরপুরের ০১জন। মৃর্ত ব্যাক্তির মধ্যে ১৪ জন পুরুষ এবং ৪জন নারী।

 

তাদের মধ্যে ৬জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্য ৬ জন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ২জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ০১জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ০৩ জন।


১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা ৫২৩ জন। তাদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছে ১৬৭ জন। করোনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩২১ জন। অন্য ৩৫ জন স্বাস্থ্য জটিলতায় মৃর্ত বরণ করেছে। 

 

গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ৪০৫ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ছিল১৮৯ জন। বাকিরা নমুনা পরীক্ষার আগে করোনার উপসর্গ নিয়ে মারা যায়।


রামেক পরিচালক জানান,মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১২৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ। যা আগের দিন সোমবার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ। এর আগে গত রোববার শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৫০ জন। রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫জন, নাটোরের ৬জন, নওগাঁর ০১জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ০১জন, জয়পুরহাটের ০১জন এবং মেহেরপুরের ০১ জন।


 

অপরদিকে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৯ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪০৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪০৩ জনের মধ্যে ১৮৩ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৪৩ জন।

Post Top Ad

Responsive Ads Here