সময় সংবাদ ডেস্কঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার ২৪ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে সংক্রমণে ৭ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী মারা গেছেন।
মৃতের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ২ জন, নাটোরের ১ জন, কুষ্টিয়ার ১ জন ও নওগাঁর ১ জন ছিলেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ১০৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এবং ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

