সময় সংবাদ ডেস্কঃ
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে কবিতা পাল নামে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অনিকা তাতী ও কল্যাণী তাতী নামে আরো দুই নারী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত কবিতা পাল উপজেলার চন্ডিছড়া চা-বাগানের অরুণ পালের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, কবিতা পালসহ নারী চা-শ্রমিকরা চন্ডিছড়া বাগানের ১২নং সেকশনে চা-পাতা তোলার কাজ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যার ঠিক আগ মূহুর্তে কোনো বৃষ্টিপাত ছাড়াই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কবিতা পালের মৃত্যু হয়। পরে অন্যরা আহত অন্য দুই নারী শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেয়।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল জানান, ঘটনাটি তারা শুনেছেন। মৃতের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা দেয়া হবে।

