র‌্যাব-৫ এর অভিযানে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০১, ২০২১

র‌্যাব-৫ এর অভিযানে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক




ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ


র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-৫) এর নিয়মিত অভিযানে কোটি টাকার মূল্যের হেরানইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছ র‌্যাব-৫ সূত্র।


রবিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর দাসেরচর রেলগেইট অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ একটি প্রেস রিলিজের মাধ্যমে জানান, দুপুর ১টার সময় আটককৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান তুষার (২১) মাদকদ্রব্য ১ কেজি হেরোইন (বাজার মূল্য ১ কোটি টাকা) বিক্রয়ের উদ্দ্যেশে দাসেরচর রেলগেইটের কিছু দূরবর্তি স্থানে অবস্থান করিতেছিল। র‌্যাবের গোয়েন্দা শাখার নির্ভর যোগ্য তথ্য মতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি পুঠিয়া উপজেলার বিড়ালদহ পশ্চিমপাড়ার ছাইদুলের ছেলে। 


এবিষয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গির হোসনে পত্রিকার প্রতিবেদক বলেন, র‌্যাব-৫ কর্তৃক এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(গ) ধারার মামলা রুজু করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here