সময় সংবাদ ডেস্কঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরের এপ্রিল- জুলাই এ চার মাসে করোনা মৃত্যু হয়েছে ১ হাজার ১০৩ জনের।
রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী'র একান্ত সচিব সুমন সালেকিন।
তিনি জানান, এ চার মাসে কোভিড-১৯ ওয়ার্ডে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৭৩১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭২৪ জন। মোট মৃত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১০৩ জন ; যাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪৩৭ জন, করোনা উপসর্গ নিয়ে ৬২৮ জন এবং করোনা সেরে যাওয়ার (নেগেটিভ) পর অন্যান্য শারীরিক সমস্যায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।
মাস ভেদে এই মৃত্যুর সংখ্যা ছিল এপ্রিল মাসে ৭৯ জন, মে মাসে ১২৪ জন, জুন মাসে ৩১৯ জন এবং জুলাই মাসে ৫৩১ জন।