মাকে মারধর করায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৯, ২০২১

মাকে মারধর করায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ


 


জেলা প্রতিনিধিঃ



নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাকে মারধরের অভিযোগে পালক ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মো.রুবেল, একই ওয়ার্ডের সিরাজ উল্যাহর ছেলে সালাউদ্দিন, মো, ইউসুফের ছেলে মো. ইউনুস।

রোববার বিকেলে আটকদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জমিন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।


জানা যায়, ভুক্তভোগী পারুল আক্তার ওই বাড়ির মকবুল আহমেদের স্ত্রী। রুবেল শনিবার রাতে রুবেল তার মায়ের কাছে সো কেচের চাবি চায়। এ সময় তার মা চাবি দিতে অস্বীকার করলে তিনি মাকে দরজার কাঠ দিয়ে মারধর করে। একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ওই মাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মো. রুবেলকে আটক করে এবং রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরো দুই জনকে পুলিশ গ্রেফতার করে।  


কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী মকবুল আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here