জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জ থেকে পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। রোববার বিকেলে উপজেলার নাজিরপুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার নাজিরপুর ওয়াপদা খালের দক্ষিণ পাড়ে কালা পুলের পাশে কাপড় মোড়ানো একটি নবজাতকের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের লাশ ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ পরীক্ষা করা হবে।