জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বজ্রপাতে ময়েন আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার ব্রহ্মপুত্র নদের অভ্যন্তরের নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায়।
মৃত ময়েন আলী উপজেলার নয়ারহাট ইউনিয়নের হাসোনের চর বাজার এলাকার মো. শুক্কুর আলীর পুত্র।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় চরের জমিতে বাদামের বীজ রোপণ করছিলেন ময়েন আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।