মাদকের টাকার জন্য পিতার প্রাণ গেল সন্তানের হাতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৫, ২০২১

মাদকের টাকার জন্য পিতার প্রাণ গেল সন্তানের হাতে


 




ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মহানগরীতে নেশার টাকা না পেয়ে নিজের পিতাকে ছুঁরি দিয়ে হত্যা করেছে মাদকাসক্ত সন্তান। হতবাক পরিবার মৃত ব্যাক্তির শোক পালন করবে, না কি সন্তানের বিচার দাবি করবে। এই নিয়ে সংশয়ে রয়েছে স্থানীয়রা।    

রবিবার অনুমান ১১টার সময় নগরীর রাজপাড়া থানাধীর এলাকার অচিনতলা নামক এলাকায় নিজ বাড়িতে এই হত্যার ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানাযায়, অভিযুক্ত কিশোর তার পিতার কাছে মাদক সেবন করার জন্য নগদ অর্থ দাবি করেন। কিন্তা তার পিতা নেশা করার জন্য টাকা দিতে অসম্মতি প্রকাশ করে। পক্ষান্তরে মাদকাসক্ত ছেলে মমিনুল ইসলাম পিয়াস (১৭) তার নিজ বাবা জুয়েল হোসেন (৫০) কে ধারালো ছুঁরির আঘাতে হত্যা করে। 

স্থানীয় লোকজন ঘটনার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে বাড়িতে আটকে রেখে স্থানীয় পুলিশে খবর দেয়। এবিষয়ে নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন গনমাধ্যমকে বলেন, মাদক সেবনের টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুঁরি দিয়ে আঘাত করে। 

আহত ব্যাক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসকরা জন্য নেয়া হয়। কিন্ত কর্তব্যরত চিকিৎসক জুয়েল হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পিয়াসকে একটি কক্ষে অটক করে রাখে। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here