পৌরসভার উপ-নির্বাচনে পৌর মেয়র পদের নির্বাচনী প্রচরাণা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৬, ২০২১

পৌরসভার উপ-নির্বাচনে পৌর মেয়র পদের নির্বাচনী প্রচরাণা শুরু





ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী  প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে পৌর মেয়র পদের নির্বাচনী প্রচরাণা শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। যার কারনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। গত ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন। কিন্ত চলিত বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। তারপর থেকেই গোদাগাড়ী মেয়র পদটি শূণ্য হয়ে।

অনুসন্ধানে জানাগেছে, গোদাগাড়ী পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে। ইতোমধ্যে পাড়া মহল্লায় নিজের জন সমর্থন প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে প্রার্থীরা। পৌরসভা উপ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশ জোড়াল। সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীক পেতে দৌড়-ঝাপ শুরু করে দিয়েছেন তাদের উর্ধ্বতন নেতারদের দরবারে। তবে সংখ্যাগড়িষ্ঠ সম্ভাব্য মেয়র প্রার্থীর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস। উপ-নির্বাচনেও তিনি মনোনয়ন চাইবেন। প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মনী জান্নাতুল ফেরদৌস। এছাড়া জেলা পরিষদের সদস্য রবিউল আলম, পৌর আওয়মী লীগের সিনিয়রসহ সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল মালেক, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক ছাত্র নেতা মাহবুবুল আলম মুক্তি, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার ইতি। অপরদিকে, বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া রুলু তিনি গত পৌর নির্বাচনে প্রার্থী ছিলেন। জামায়ত থেকে মেয়র প্রার্থী মুহাম্মদ ওবায়দুল্লাহ ও সাবেক মেয়র আমিনুল ইসলামের মেয়র প্রার্থীর নামের গুঞ্জন শুনা যাচ্ছে।

গোদাগাড়ি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর এবং প্রত্যাহা করার শেষ সময় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৭ অক্টোবর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।

Post Top Ad

Responsive Ads Here