সময় সংবাদ ডেস্কঃ
আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার দুপুরে এ তথ্য জানা গেছে।
আরে আগে, শনিবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মডার্না এবং ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হতে পারে।
তিনি আরো বলেন, ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের যেকোনো ভ্যাকসিন দেওয়া যাবে। তবে ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে- বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেওয়া হচ্ছে- আমরাও এটি অনুসরণ করতে পারি।

