(ফরিদপুর)প্রতিনিধি:
সরকারের নির্দেশনা মেনে খুলেছে সালথা উপজেলার সব স্কুল-কলেজ।স্কুলে প্রবেশ করতেই সেই পুরোনো সব বন্ধু। ঘুম ছুটে চোখে ভর করে খুশির ঝিলিক। স্কুলের প্রবেশ পথে স্বাস্থ্যবিধি মেনে ক্লাশরুমে গিয়ে বসা। তারপর শুরু পাঠদান। ৫৪৩ দিন পর রোববার (১২ সেপ্টেম্বর) স্কুল খোলার প্রথম দিনে সালথা উপজেলার প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্কুল কলেজ গমন ও ক্লাশরুমে বসার চিত্র ছিল এমনই। সকালের শিফটে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করেছে। করোনা মহামারিতে দীর্ঘ ৫৪৩ দিন পর সচল হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফরিদপুরের সালথার ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪ টি এবতেদায়ী মাদ্রাসা, ২৬ টি কিন্ডার গার্টেন, ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি আলীয়া মাদ্রাসা, ৩টি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ফরিদপুরের সালথার ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪ টি এবতেদায়ী মাদ্রাসা, ২৬ টি কিন্ডার গার্টেন, ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি আলীয়া মাদ্রাসা, ৩টি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক খায়রুল বাসার, সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা খানম, সহকারী শিক্ষক ও উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান প্রমূখ।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ দিন পর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আবার উৎসব মুখর হয়ে উঠবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি যেন কঠোরভাবে মানা হয় পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি সকল নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে। সকল শিক্ষার্থী ও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ঠ সবার জন্য শুভ কামনা রইলো।

