করোনা মোকাবিলায় সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

করোনা মোকাবিলায় সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে


 

সময় সংবাদ ডেস্কঃ


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসিইউসহ সবধরনের ব্যবস্থা করা হয়েছে। তাই কেউ বলতে পারবেন না, চিকিৎসা বা অক্সিজেনের অভাবে কেউ মারা গেছেন।

রোববার রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলেই স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে।


চলতি মাসে দেশে আরো দেড় কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের মূল কাজ করোনার টিকা নিশ্চিত করা। সেলক্ষ্যে আমরা কাজ করছি। এরই মধ্যে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে।


জুনিয়র কনসালটেন্টদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় জুনিয়র কনসালটেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন তারা সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে তাদের সক্ষমতার পরিচয় দেবেন।


প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

Post Top Ad

Responsive Ads Here