বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা


 


নিজস্ব প্রতিবেদকঃ



সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৪৪ জন রাজধানীর। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬০ জনে।

এর আগের দিনের ২৪ ঘণ্টায় ৩০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 


তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯ জন ও বাইরে ১৮১ জন ভর্তি রয়েছেন। চলতি মাসের প্রথম ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার।


সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ১৩ হাজার ৮৭৫ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে এবং ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here