বিটিআরসিকে বকেয়া টাকা পরিশোধ করেছে বিটিসিএল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

বিটিআরসিকে বকেয়া টাকা পরিশোধ করেছে বিটিসিএল


 



সময় সংবাদ ডেস্কঃ



রাষ্ট্রায়ত্ত সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃক টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)-কে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ উৎসে আয়কর কর্তনপূর্বক ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। আজ বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের অফিস কক্ষে বিটিআরসি ও বিটিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়।



সরকারের অডিট অধিদপ্তর কর্তৃক বিটিআরসি’র ২০১৬-১৭ হতে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ের রাজস্ব আদায়ের ইস্যু ভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক বিটিসিএল-এর নিকট ২০২০ সালের জুন পর্যন্ত সময়ের আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ অনাদায়ী ৫২৯.৪০ কোটি টাকা বকেয়া রয়েছে মর্মে আপত্তি জানানো হয়। বর্ণিত আপত্তির প্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে।



 

এছাড়া, বিটিসিএল-এর আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি ও বিটিসিএল এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত অডিট আপত্তির দাবি নামার চূড়ান্ত বকেয়া নির্ধারণ করবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, বিটিআরসির অর্থ হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক মো. মেসবাহুজ্জামান, বিটিআরসি সচিব মো. জহিরুল ইসলাম, বিটিসিএল-এর মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ এবং মহাব্যবস্থাপক (ফিন্যান্স) মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here