জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টায় পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাসটি খুলনা অভিমুখে যাচ্ছিল।
বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পুরো সড়কে দুই পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে।
পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় যানবাহন চলাচল শুরু করে। দুর্ঘটনায় আহত ৬ জনের নাম পাওয়া গেছে।
তারা হলেন নির্মল বিশ্বাস (৪৫), মজিদ গাজী (২৮), লুৎফর রহমান, দীপ্ত সাহা (২৬), রেজাউল গাজী (৫৫), জাহাঙ্গীর (৩৫)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

