জেলা প্রতিনিধিঃ
দাবি মোদের একটাই, দোয়ারাবাজার পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে বাঘরা স্কুল হয়ে সুন্দরপই গ্রাম পর্যন্ত, বাঘরা গ্রামে রাস্তা চাই। এই শ্লোগানকে সামনে রেখে, সুনামগঞ্জের দোয়ারাবাজারে সড়ক নির্মাণের দাবিতে গ্রাম বাসীর মানববন্ধন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩ টায় দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা বলেন, উপজেলা সদরের সবচেয়ে অবহেলিত গ্রাম বাঘরা। যোগাযোগের জন্য রাস্তা না থাকায় এই এলাকার মানুষ বছরে ৬ মাস নৌকায় ও বাকি ৬ মাস কাঁদা জলের সাথে সংগ্রাম করে পায়ে হেটে চলতে হয়। গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় থাকলে ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রতিনিয়ত দোয়ারাবাজার যেতে হয়। অফিসিয়াল কাজ কর্ম ও হাটবাজার করার জন্য প্রতিনিয়ত দোয়ারাবাজার যেতে হয়। সড়ক না থাকায় চিকিৎসার জন্য অনেক রোগী পথে মারা যায়। কাচা পাঁকা কোন প্রকার সড়ক না থাকায় এই এলাকার মানুষ হাওরের বনজঙ্গল পারি দিয়ে উপজেলা সদরে আসতে হয়। তাই এলাকাবাসির দীর্ঘদিনের দাবি
দোয়ারাবাজার পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে বাঘরা স্কুল হয়ে সুন্দরপই গ্রাম পর্যন্ত, পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিলে বাঘরা ও সুন্দরপুই গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা ও চলাচলে সুবিধা হতো। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বাঘরা ও সুন্দরপই গ্রামের এক মাত্র সড়কটি নির্মাণে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সুদৃষ্টিি কামনা করি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রশিদ, মদরিছ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুল হক, আয়েশা বেগম, আরমিছ আলী,আকলুছ মিয়া, এখলাছ মিয়া, মাওলানা নুর উদ্দিন, মো. আবুল কালাম, নুর আহমদ, আব্দুল হামিদ, ছমক আলী, আম্বিয়া বেগম, নুরুন নেছা, ফয়জুল মিয়া, আলমগীর, আকবর আলী, তেরা মিয়া, ছত্তার মিয়া, ডালিম, শুকুর মিয়া, মো. ছালেক মিয়া, এমরান মিয়া, ছাদিক মিয়া, সজিব, রজাক আলী,আংগুর মিয়া, আব্দুল ছালাম, সমুজ আলী, আলতাই মিয়া প্রমূখ।