জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জুমার দ্বিতীয় আজান নিয়ে মসজিদে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।
শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু হানিফ খান। তিনি একই গ্রামের আবদু খানের ছেলে।
গুরুতর আহতরা হলেন- কুড়াখাল গ্রামের মোতালেব খানের ছেলে ইমন খান ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, কুড়াখাল গ্রামে বাইতুন নূর জামে মসজিদে জুমার বয়ান শেষে দ্বিতীয় আজান দিতে দাঁড়ান মুয়াজ্জিন। এ সময় মুসল্লিদের মধ্যে বিভক্তি (সুন্নি ও রেজভি) দেখা দেয়। একপর্যায়ে মসজিদের বাইরে খুতবার আজান দিতে হবে বলে দাবি করেন রেজভি ভক্তরা এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।
এ ঘটনায় দুই গ্রুপের অন্তত আটজন আহত হন। এর মধ্যে হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হানিফ খানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় পাঠানো হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।