১০ টাকা রিক্সা ভাড়া কে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আসামী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১

১০ টাকা রিক্সা ভাড়া কে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আসামী গ্রেফতার




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ কে বেনাপোল বাজার থেকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।


রবিবার বিকালে ইন্ডিয়া(ভারত) পালিয়ে যাওয়ার সময় যশোর বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল আমিন মোর্শেদ জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবর এর ছেলে। 


গত (১৬ সেপ্টেম্বর ২০২১ইং) বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নোয়াখালী চৌমুহনী পৌরসভার গনিপুর ৫নং ওয়ার্ডে ১০ টাকা ভাড়াকে কেন্দ্র করে রিক্সার ড্রাইভার কে কুপিয়ে হত্যা কারে মোরশেদ। রিক্সা ভাড়া নিয়ে নুরুল আমিন মোর্শেদের সাথে আবুল হোসেনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায় রিক্সা চালক। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। 


আটকের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদে জানতে পারি নোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুলে মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি বেগমগঞ্জ থানাকে অবগত করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here