জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযানরোহিঙ্গা চালিয়ে ৩৩ হাজার ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ারসহ এক রহিঙ্গাকে আটক করেছে র্যাব।
শনিবার বিকেলে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জহির আহাম্মদের ছেলে সৈয়দুল আমিন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর আসে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী জহির আহম্মদের বাড়ির সামনে ইয়াবা ও বিয়ার ক্রয়-বিক্রি হচ্ছে। ওই খবরের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল সেখানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় ১ জনকে আটক করা হয়। পরে তার দেখানো একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৩ হাজার ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

