জেলা প্রতিনিধিঃ
রংপুর নগরীতে আসমা বেগম (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর মুলাটোল হকের গলিতে এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো চা বিক্রেতা মিলন মিয়া ও আসমা বেগম। প্রাইভেটের টাকা নিয়ে বৃহস্পতিবার মিলন ও আসমার মাঝে কাটাকাটি হয়। সকালে মিলন আসমার পরিবারকে ফোন করে আসমা ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে জানিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মিলন ও আসমা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মিলনের সাথে এক নারীর পরকীয়া প্রেমের জেরে আসমাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
আসমার মা মনিজা বেগম বলেন, ‘জামাইয়ের সাথে এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। মিলন মিয়া এনিয়ে একবার আমার মেয়ের মাথাও ফাটিয়ে দিয়েছিল। পরে আমরা পারিবারিকভাবে সেটি মীমাংসা করেছি। আমার মেয়েকে মিলন পিটিয়ে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও রক্তের চিহ্ন রয়েছে। আমি মিলনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসাইন আলী বলেন, আমরা সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। ময়না তদন্তে বেরিয়ে আসলে প্রকৃত ঘটনা। এছাড়া পলাতক মিলন মিয়াকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।