বাংলাদেশ টিম কে টিকে থাকতে মানতে হবে যে সব শর্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ৩০, ২০২১

বাংলাদেশ টিম কে টিকে থাকতে মানতে হবে যে সব শর্ত


 


সময় সংবাদ ডেস্কঃ


 

চলমান আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে তিন ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারায় টাইগারদের সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষ। তবে খাতাকলমে এখনো ৬ শর্তের ওপর ঝুলে আছে রিয়াদ-সাকিবদের সেমিফাইনালে খেলার আশা।

পরিসংখ্যান অনুযায়ী এখনো সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ। তবে এজন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। অর্থাৎ গ্রুপের অন্য দলগুলোর জয় পরাজয়ের ওপর ভিত্তি করে সেমিতে যেতে পারে টাইগাররা।


চলুন জেনে নেয়া যাক কোন ৬ শর্তে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ:


১- বাংলাদেশকে বাকি সব ম্যাচ জিততে হবে (৪ পয়েন্ট)



২- ইংল্যান্ডকেও সব ম্যাচ জিততে হবে (১০ পয়েন্ট)।


৩- অস্ট্রেলিয়ার আর জেতা যাবে না (৪ পয়েন্ট)।


৪- শুধু দক্ষিণ আফ্রিকার সাথে জিতবে শ্রীলংকা (৪ পয়েন্ট)।


৫- ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া আর শ্রীলংকার সঙ্গে জিতবে (৪ পয়েন্ট)।


৬- দক্ষিণ আফ্রিকা আর ম্যাচ জিতবে না (২ পয়েন্ট)।


এই পরিসংখ্যানের শর্তগুলো সব পূরণ হলেই কেবল সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ।


Post Top Ad

Responsive Ads Here