দেশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ বড় করতে হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ৩০, ২০২১

দেশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ বড় করতে হবে


 


নিজস্ব প্রতিবেদকঃ




দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বড় আকারে করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীতে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, পুলিশ বাহিনী তোমরা জনতার পুলিশ হও। আজ ধীরে ধীরে পুলিশ জনতার পুলিশ হতে চলেছে। 


তিনি বলেন, প্রধানমন্ত্রী দিকনির্দেশনায় দেশ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল বলেই আমরা সেই জায়গাতে যেতে পেরেছি। পৃথিবীর অনেক দেশই কমিউনিটি পুলিশিংয়ের সুফল পেয়েছে। আমাদের দেশেও তা পাচ্ছি।


কমিউনিটি পুলিশের অনেক দায়িত্ব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি রক্ষার জন্য তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। ঘরে ঘরে যে জনগণ আছেন তারা যদি রিয়েল টাইম ইনফরমেশন দিতে পারেন তাহলে অনেক ঘটনা থেকেই আমরা বাঁচতে পারি। অনেক ঘটনা ঘটবে না।


অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

Post Top Ad

Responsive Ads Here