দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার প্রতিটা গ্রামে নির্বাচনী আমেজ, সরগরম হয়ে উঠেছে। হাট-বাজার, দোকান, রেস্তোরাঁয় চলছে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মাতামাতি। একই অবস্থা বিরাজ করছে দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও। স্বতন্ত্র প্রার্থী মো. হারুন অর রশিদ নির্বাচনী"গণসংযোগ অব্যাহত রেখেছেন। এছাড়াও হারুন অর রশিদ মনোনয়ন দাখিলের পর থেকে দিনরাত কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তাঁর সমর্থকরা জানান, এবার প্রার্থী হিসাবে সুরমা ইউনিয়নে মো. হারুন অর রশিদ, ভোটারদের মন জয় করেছে।
এব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী মো.হারুন অর রশিদ বলেন, এবার প্রার্থী হিসাবে ইউনিয়ন বাসীর সকলের সাড়া পেয়েছি। নির্বাচিত হলে সুরমা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করব। ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে আমি যাচ্ছি। আমি সকলের দোয়া, সমর্থন ও মোটরসাইকেল প্রতীকে ভোট চাই। বিজয়ী হলে আপনাদের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে, একসাথে কাজ করতে চাই।
শনিবার, অক্টোবর ৩০, ২০২১
Home
জেলা সংবাদ
দোয়ারায় সুরমা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ"ভোটারের কাছে ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন
দোয়ারায় সুরমা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ"ভোটারের কাছে ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন
Tags
# জেলা সংবাদ
About Shomoy2
জেলা সংবাদ
লেবেলসমূহ:
জেলা সংবাদ
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc