ফরিদপুর জেলা যুবলীগের পক্ষ থেকে দূর্গা পুজার বিভিন্ন মন্দির পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৬, ২০২১

ফরিদপুর জেলা যুবলীগের পক্ষ থেকে দূর্গা পুজার বিভিন্ন মন্দির পরিদর্শন

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে যুবলীগ বৃহস্পতিবার ও শুক্রবার সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।  
 
বৃহস্পতিবার  রাতে ১২ নং চাঁদপুর ইউনিয়ন, ৯ নং কানাইপুর ইউনিয়ন, ৮ নং কৈজুরী ইউনিয়ন ও ১১ নং গেরদা ইউনিয়নের পুজা মন্ডপগুলো তিনি যান। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং খোঁজখবর নেন। তিনি এসময় দেশের শান্তি-শৃংঙলা বিনষ্টকারী যে কোন অশক্তি রুখতে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের প্রতিটি নেতা-কর্মী উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতিটা পুজা মন্ডপে পাহারা দিবে বলেও তাদের অভয় দেন।
 
১২ নং চাঁদপুর ইউনিয়নে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুর নাহার, ৯নং কানাইপুর ইউনিয়নের শিকদার বাড়ি পুজা মন্ডপে যুবলীগের নেতা-কর্মীগণ   উপস্থিত হলে সূধী সমাবেশ  ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন ফকির।  
 
এছাড়া প্রতিটা ইউনিয়ন পরিদর্শনের সময় স্থানীয়  যুবলীগের নেতা-কর্মীগণসহ জেলা/থানা/শহর শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here