হানিফ ফ্লাইওভারে বাস উল্টে ৬ জন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৫, ২০২১

হানিফ ফ্লাইওভারে বাস উল্টে ৬ জন আহত


 


নিজস্ব প্রতিবেদকঃ



রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা খেয়ে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামে ওই বাসটি গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচল করে। 


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, ওই বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের উপরে মোড়ে টার্ন নিতে গিয়ে ডিভাইরের ধাক্কা লেগে এটি উল্টে যায়।


ওয়ারি থানা সূত্রে জানা গেছে, পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।





তিনি বলেন, ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়েছেন। বাসটি সরিয়ে নিতে রেকার ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here