আমাদের প্রধান খাদ্য ভাতে আমরা এখন স্বয়ংসম্পূর্ণঃকৃষিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০২, ২০২১

আমাদের প্রধান খাদ্য ভাতে আমরা এখন স্বয়ংসম্পূর্ণঃকৃষিমন্ত্রী


 


সময় সংবাদ ডেস্কঃ



কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের প্রধান খাদ্য ভাতে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। আমাদের শাক-সবজি ফলমূল, তেল-ডাল ও পেঁয়াজসহ সব কিছুরই উৎপাদন বেড়েছে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।


কৃষিমন্ত্রী বলেন, আমরা এখন চিন্তা করছি কৃষকের আয় কীভাবে বাড়ানো যায়। সেটি করতে হলে আমাদের বাণিজ্যিক কৃষিতে যেতে হবে। বাণিজ্যিক কৃষিতে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় তুলনামূলকভাবে কম।


আব্দুর রাজ্জাক বলেন, আমাদের শাক-সবজি ও ফলমূলের উৎপাদন বেড়েছে। তাই এগুলো রফতানির সুযোগ রয়েছে। আমরা যদি রফতানি বাড়াতে পারি, তবে আমাদের কৃষকদের আয়ও বাড়বে। স্থানীয় বাজারেও মানুষের কেনার ক্ষমতা বাড়বে।


ইউরোপের বাজারে কৃষিপণ্যের রফতানি বাড়াতে কৃষিমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য (ইউকে) ও নেদারল্যান্ড সফরে যাচ্ছে দেশের শীর্ষ ব্যবসায়ীসহ ১২ সদস্যের প্রতিনিধিদল। ১২ সদস্যের প্রতিনিধি দলটি আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশ দুটি সফর করবে।

Post Top Ad

Responsive Ads Here