ফ্লাইওভারের পিলারে কোনো ফাটল নেই নিরপেক্ষ টিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০২, ২০২১

ফ্লাইওভারের পিলারে কোনো ফাটল নেই নিরপেক্ষ টিম





সময় সংবাদ ডেস্কঃ



 

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভারের পিলারে কোনো ফাটল নেই, কন্সস্ট্রাকশন জয়েন্টের ফোম নষ্ট হয়ে যাওয়ায় এমন মনে হয়েছে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গঠিত নিরপেক্ষ তদন্ত কমিটি। 

মঙ্গলবার সকালে পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তারা। একই সঙ্গে যান চলাচলের জন্য ফ্লাইওভার উন্মুক্ত ও ভারী যান চলাচল পরিহারের পরামর্শ দেন।



তদন্ত কমিটিতে ছিলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুর রহমান, সড়ক ও জনপদ অধিদফতরের তত্ত্বাবধায়ক মো. হাফিজুর রহমান এবং চসিকের প্রতিনিধি দল।


এর আগে, ২৭ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করে র্যাবম্পটির নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ডিপিএম) কনসালটেন্টস লিমিটেডের বিশেষজ্ঞ দল। সে সময় তারা এটি ফাটল নয় বলে দাবি করলেও এতে আশ্বস্ত হতে না পেরে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দ্বারস্থ হয় চসিক। 


২৫ অক্টোবর ফ্লাইওভারের কালুরঘাটমুখী আরাকান সড়কের সঙ্গে সংযুক্ত র্যা ম্পটিতে ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই রাতেই নতুন চান্দগাঁও আবাসিক অংশে ব্যারিকেড দিয়ে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।


১০৬ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভারটি নির্মাণ করে সিডিএ। ২০১২ সালের ২৪ নভেম্বর এটির গার্ডার ধসে অন্তত ১৩ জন নিহত হন।

Post Top Ad

Responsive Ads Here