জেলা প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে বলিয়াদহ এলাকায় ভাসমান অবস্থায় এক বছরের অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
মঙ্গলবার সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহের আগারী ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় জেলেরা বলিয়াদহ এলাকায় মাছ শিকার করতে যান। এ সময় মিলন নামে এক জেলে আগারী ব্রিজের নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে চিনাডুলী ইউনিয়নের চেয়াম্যান আব্দুস সালাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছিলাম।
ইসলামপুর থানার এসআই মাহমুদুল মোড়ল জানান, ঘটনারস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই শিশুটির পরিচয় পাওয়া যায়নি।