জেলা প্রতিনিধিঃ
জামালপুরে কবর খুঁড়ে তিনটি কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে সদর উপজেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়নের নাকাটি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুরি যাওয়া লাশগুলো নাকাটি গ্রামের নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিনের। তারা সাত-আট মাস আগে মারা যান।
কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান কালু জানান, ২০১৭ সালে নাকাটি গ্রামের রেললাইনের পাশে কবরস্থানটি গড়ে তোলা হয়। এখন ২৫-৩০টি কবর রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দেখেন তিনটি কবরের মাটি খোঁড়া ও তিনটি কঙ্কাল উধাও। সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কঙ্কাল চুরি হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।