জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত সবাই ইটভাটার শ্রমিক। তাদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ইটভাটায় কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হন। এ দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।