ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে 'হৃদয়ে আলফাডাঙ্গা' স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, যুদ্ধকালীন থানা কমান্ডার শাহ্ এ কে এম হাফিজউদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাঁন আসাদুজ্জামান টুনু।
এসময় হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য, মিয়া রাকিবুল, শাহরিয়ার নাজিম শাওন, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, শাহিদুল ইসলাম কোরবান, বায়েজীদ আল মাহফুজ, মেহেদী হাসান, এম টি মেহেদী, তাসমিয়া ত্বাহারাত জুঁই প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।