মাছ কিনতে যেয়ে লাশ হলো দুইজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১

মাছ কিনতে যেয়ে লাশ হলো দুইজন


 



জেলা প্রতিনিধিঃ



দিনাজপুরের বিরামপুরে মাছ কিনতে বাজারে যাওয়ার পথে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম ও একই গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম। এর মধ্যে জহুরুল ছিলেন ভ্যানচালক।


স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, সকালে ভ্যানে করে বিরামপুর শহরে মাছ কিনতে যাচ্ছিলেন সাইদুল ও জহুরুল। টাটকপুর এলাকায় মহাসড়কে ওঠামাত্রই ভ্যানটিকে চাপা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন।


ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here