জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী। শনিবার ভোররাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহন নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি শেরপুর শেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন দুই বাসের ৩০ জন যাত্রী।
এছাড়াও আরো অনেক যাত্রী সামান্য আহত হয়েছেন। পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার পরপরই মহাসড়কে আড়াআড়িভাবে বাস দুটি উল্টে পড়ে থাকায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। হতাহতদের উদ্ধার শেষে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে দ্রুত সরিয়ে নেয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
