আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী গণকবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে আলোক প্রজ্জ্বলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি জ্বালিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উপজেলার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. জহুরুল হক, বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম প্রমুখ।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
