খালেদার অসুস্থ্যতা বিএনপির মূল রাজনীতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

খালেদার অসুস্থ্যতা বিএনপির মূল রাজনীতি


 


সময় সংবাদ ডেস্কঃ



বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে নানা আন্দোলনের হুমকি শুরু থেকেই দিয়ে আসছে দলটি। আর বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ শিগগিরই শেষ হয়ে যাক, তাও চান না দলের সিনিয়র নেতারা। 

বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে, চলমান আন্দোলন যাতে দ্রুত শেষ না হয়, সেজন্য বিএনপির নেতারা চাচ্ছেন যত বেশি দিন সম্ভব খালেদা জিয়াকে হাসপাতালে রাখতে। কেননা খালেদা যতদিন হাসপাতালে থাকবেন, ততদিনই তার চিকিৎসার দাবি করে হলেও রাজপথে নামতে পারবেন বিএনপির নেতারা। আর যদি দ্রুতই খালেদা সুস্থ হয়ে বাসায় ফিরে যান, তাহলে আবারো ইস্যুহীনতায় ভুগবে বিএনপি।


জানা গেছে, খালেদা জিয়ার অসুস্থতার অজুহাতে এক মাস ধরে আন্দোলনের নামে নিয়মিত শো-ডাউন দিচ্ছে বিএনপি। দলের নেতারা প্রতিদিনই বিভিন্ন সভায় বক্তব্য দিচ্ছেন। 


খালেদা জিয়া জেলে থাকার সময়ে এটা সম্ভব হয়নি। কারণ দুর্নীতির দায়ে জেলে যাওয়া একজন নেতার জন্য রাজপথে নামতে লজ্জাই হচ্ছিল বিএনপি নেতাদের। 





এখন সরকার মানবিক হয়ে খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে তাকে সাময়িক মুক্তি দিয়ে জেলের বাইরে রেখেছে। ফলে মানবতার কথা বলে খালেদার অসুস্থতার অজুহাতে রাজপথে নেমে বক্তব্য দিতে পারছেন বিএনপির নেতারা।


বিএনপি খালেদার সুস্থতা চায় কিনা, এমন প্রশ্নের জবাবে দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সুস্থতা সবাই চায়। তবে তিনি সুস্থ হলেও তো জেলেই থাকবেন। এখন বরং তিনি হাসপাতালে থাকায় বিএনপি দীর্ঘদিন পরে রাজপথে নামতে পারছে। আর ম্যাডাম সুস্থ হয়ে ঘরে ফিরে গেলেই আবার ইস্যুহীনতা শুরু হবে।


সূত্রে জানা গেছে, মুখে স্বীকার করতে না চাইলেও খালেদার অসুস্থতায় মনে মনে খুশি মির্জা ফখরুলরা। কারণ সরকারের ব্যাপক উন্নয়নের কারণে গত এক দশক ধরে বিএনপির আন্দোলনের বিষয়ে জনগণের সমর্থন নেই। বিএনপি ক্রমাগত ব্যর্থ হয়ে এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে, কর্মসূচি ডাকতে ভয় পেতেন দলের নেতারা।


গত কয়েক মাস আগেও কর্মসূচিতে কর্মী খুঁজে পেতেন না বিএনপির নেতারা। ফলে তাদের ভাবমূর্তি শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছিল। এখন খালেদা জিয়ার চিকিৎসার কথা উল্লেখ করে নানা আবেগী বক্তব্য দিয়ে কর্মীদের মাঠে নেয়ার চেষ্টা করছেন নেতারা।


নাম প্রকাশে অনিচ্ছুক দলের সিনিয়র ও দায়িত্বশীল এক নেতা বলেন, ম্যাডামের অসুস্থতা নিয়ে যারা এখন রাজপথ গরম করছেন, এদের গত তিন বছর আগে খুঁজে পাওয়া যায়নি। আজকে যারা চিকিৎসার জন্য মাইকে তুলকালাম করে ফেলছেন, তারা ম্যাডামকে জেলে নেয়ার সময় একটা মিছিলও করেননি।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদার চিকিৎসা এ মুহূর্তে বিএনপির রাজনীতির জন্য জ্বালানি স্বরূপ। দলের নিভুনিভু সলতের মধ্যে একটু জ্বালানি দিয়েছে খালেদার অসুস্থতা। ফলে খালেদা জিয়া সুস্থ হলেই বিএনপি আবার আগের মতো ধিকিধিকি করে জ্বলবে। তাই বিএনপির নেতারা খালেদার দ্রুত সুস্থতা চান না, বরং বিষয়টি নিয়ে যতদিন সম্ভব রাজনীতি করে যেতে চান।

Post Top Ad

Responsive Ads Here