পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার শাওন ক্ষমতা গ্রহন করেছেন। আজ সোমবার দুপুরে শাওন আনুষ্ঠানিকভাবে ওই ইউনিয়ন পরিষদে বসেন। শাওন নৌকা প্রতীক নিয়ে পাড়েরহাট ইউনিয়ন থেকে নির্বাচন করে বিজয় লাভ করেন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। এ সময় ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম মতিউর রহমান, পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জানান, ওই ইউনিয়নের উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক সহযোগীতা করবেন।
উল্লেখ্য পাড়েরহাট ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল গত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই গত ৫ বছর ধরে ইউপি ভবনে আবাসিকভাবে বাস করতেন। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বছর ২য় ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুল বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করে শাওনের সাথে পরাজিত হন।