জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামি সৈয়দ নুর প্রকাশ ছোট সৈয়দকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার বিকেলে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেই একই ক্যাম্পে বাসিন্দা সিদ্দিকের ছেলে।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৬ এর ব্লক-সি/৬ এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী একাধিক মামলার আসামি সৈয়দ নুর প্রকাশ ছোট সৈয়দকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।