পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৮, ২০২১

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত



সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। 


এর পরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, পিরোজপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারী সেহরাওয়ার্দী কলেজ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 


পুস্পমাল্য অর্পণ শেষে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। 


Post Top Ad

Responsive Ads Here