আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১

আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা



আলফাডাঙ্গা প্রতিনিধিঃ

 ফরিদপুরের আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন। 


অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক বিষ্ণু পদ মণ্ডল।


এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম, বার্তা বাজারের প্রতিনিধি মিয়া রাকিবুল সহ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here