নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 



নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : 
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এর অধ্যক্ষ মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে  ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক যষ্টীপদ রায়, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাসির, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিনিয়র ইনস্ট্রাস্টর এ এইচ এম নুরুন্নবী রাসেল, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ওয়াকসপ সুপারিনটেনডেন্ট তৌহিদ  আনোয়ার ভূঁইয়া সহ দুই শতাধিক বিভিন্ন পেশার শ্রমিক।

এ সময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বিদেশে যারাই যাবেন তারা যদি হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারে তবেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হওয়া সম্ভব। কিন্তু অনেকে আছে কোনরকম দক্ষতা না নিয়ে বিদেশে পাড়ি জমান। তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এখন থেকে সবাইকে দক্ষতার প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার অনুরোধ করেন।

Post Top Ad

Responsive Ads Here