ফরিদপুর:
ফরিদপুরের মধুখালীতে জেলা পরিষদের আয়োজনে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১২ টায় মধুখালী পাট বাজারে ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে খাবার বিতরণ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরি, মহিলা পরিষদের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার নিহার, সাংগঠনিক সম্পাদক তুরিন শাহরিয়ার, জয়িতা মিলি ইসলাম, শুক্লা ভৌমিক, জেসমিন আক্তার প্রমূখ।
উপজেলার ২০০ জন গর্ভবতী মায়েদের মধ্যে হরলিক্স, চিনি, গুড়ো দুধ, ডিটারজেন্ট পাউডার, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়।
