হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। তাপমাত্রাও কমছে। তবে কাল থেকে পারদ নামবে ৮ থেকে ৬ ডিগ্রিতে! আর এর ফলে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রোববার রাত থেকে শুরু হতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। মঙ্গলবার পর্যন্ত একইরকম সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাসের শেষ নাগাদ দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি এবং অন্য স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা কমলেও গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
সাধারণত কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, রোববার রাতে তাপমাত্রা তাপমাত্রা কমে ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। তবে বুধবার থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে পারে।
শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়াতে। তেতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
