ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এবং চারঘাট মডেল থানার যৌথ অভিযানে হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা যৌথভাবে রাজশাহীর চারঘাট উপজেলার জিকরী জরদার পাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ শিলন মিয়া (৩৫) দেশিও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এই তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এবং চারঘাট সার্কেল প্রণব কুমার।
র্যাব-৫ কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এবং স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে ১৯ ডিসেম্বর রাত ৭.৩০টার সময় রাজশাহীর চারঘাট থানার জিকরীতে অপারেশন পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ জুয়েল রানা, মোঃ হাসান আলী (২০), মোঃ আলতাফ মিয়া, মোঃ জনি হোসেন (২১), মোঃ রাসেল মিয়া (২২), মোঃ আঃ রহমানকে ০১ টি চাইনিজ কুড়াল, ০২ টি হাসুয়াসহ গ্রেফতার করা হয়।
আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সূত্র মতে রাজশাহী জেলার চারঘাট থানার জিকরীতে দেশীয় অস্ত্রসহ মারামারীর খবর পায়। অদ্য ১৯ ডিসেম্বর আনুমানিক ৩টার সময় মোঃ শিলন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে তাদের পারিবারিক সমস্যার জন্য চাইনিজ কুড়াল ও হাসুয়া দিয়ে ০৫ জন ব্যক্তি আক্রমণ করে। ভিকটিম গুরুতর আহত হয় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
র্যাব-৫ তাৎক্ষণিক ভাবে নিজস্ব গোয়েন্দাদের সহায়তায় ০৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে চারঘাট থানা পুলিশ অপর আসামী মোঃ সম্রাট (২৪) কে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীগন সকলেই এই হত্যা কান্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করে বলে নিশ্চিত করেছে র্যাব-৫ ও চারঘাট সার্কেল প্রণব কুমার ও চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম।
