মালেয়েশিয়ার শ্রমবাজার খুলতে চুক্তি হতে যাচ্ছে আজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১

মালেয়েশিয়ার শ্রমবাজার খুলতে চুক্তি হতে যাচ্ছে আজ





সময় সংবাদ ডেস্কঃ



দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আবারও চুক্তি হতে যাচ্ছে। এ লক্ষ্যে দেশটির রাজধানী কুয়ালালামপুরে আজ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে।
এ উদ্দেশ্যে গতকাল শনিবার রাতেই মালয়েশিয়া গেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। এর আগে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ চুক্তির কথা জানান।

মন্ত্রী বলেন, এটা একটা বিরাট বাজার। এ বাজার নিয়ে অনেক গুজব রয়েছে। এসবে কান দেবেন না। সরকার কাজ করছে, আমরা বাজারটি খুলতে চাই। তবে মালয়েশিয়ার সঙ্গে এ সমঝোতার মাধ্যমে সিন্ডিকেট ছাড়াই কর্মী পাঠানো হবে।

এমওইউ সইয়ের পরপরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে এবং কেবিনেট এবার সব খাতেই বিদেশি কর্মী নিয়োগে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, কৃষি, নির্মাণ, সেবা, খনি ও গৃহকর্মসহ আরো কয়েকটি খাত। 






এছাড়া নিয়োগকর্তার ঝামেলা থেকে মুক্তি দিতে মন্ত্রিসভা আগামী ১ জানুয়ারি থেকে বহুস্তরীয় লেভি বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারির কারণে প্রায় দুই বছর সব বিদেশি কর্মী নিয়োগ বন্ধ রেখেছিল মালয়েশিয়া। তবে প্রায় তিন বছর ধরে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ আছে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করে মাহাথির মোহাম্মদের সরকার ২০১৮ সালে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে গত কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগে রাজি হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here