ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ
মোঃ আব্দুল মান্নান সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি কর্মসংস্থান ব্যাংকে ১৩ সেপ্টেম্বর ২০২১ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি ১৯৯৩ সালে জনতা ব্যাংক লিমিটেড (জেবিএল) এর একজন সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন শাখা এবং আন্তর্জাতিক বিভাগের দায়িত্বে ছিলেন।
১৯৯৯ সালে তিনি কর্মসংস্থান ব্যাংকে যোগ দেন এবং শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১ নভেম্বর ২০২০-এ যোগদান করেন। তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং ব্যাংকিং চাকরিতে প্রবেশের পর ডিএআইব্ই পরীক্ষায় উত্তীর্ণ হন।
তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩০ জুন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।